|
---|
চক্ষু মেলিয়া দেখ, এক আকাশ মেঘলা দুপুরে
প্রবৃত্তির লালসার ঢেউ আছড়ায় নিত্য অঙ্কুরে,
সরলরেখা ভাঙা বক্ররেখায় আঁকা জীবন গান
বজ্র ঘোষণায় উথলে উঠে জীবনের অভিমান।
জানোয়ার পশুরা জানেনা গদ্য কবিতার খাম
ধ্বনি প্রতিধ্বনি ঠেলে কুড়ায় দুষ্টু-চোরা ইনাম,
এখনও কি নামবেনা বৃষ্টিছাট কবুতরের ডানায়
কতদিন সইবে বাধা, সব সমুদ্র সম্ফানে ভাসাই।
সব ভেসে যায় সভ্যতায়, ভাঙা ডানার জোনাকি
কাঁপে কলেবর, মৃত্যুর চর আর কী আছে বাকি?
যত সোনালী স্বপ্ন হয়েছে খান খান নিথর ধরণী
দূরে বাঁশ বনে লাশের ছাইয়ে শুনি ঝিল্লির ধ্বনি।
না মানে শাসন, ভন্ড প্রশাসন স্বেচ্ছাচারী জীবন
নিমজ্জিত পদভার, অসভ্য অসার রক্তিম দুনয়ন,
দেখেছি উগ্রচন্ড মানুষের ছায়া ভরেছে সারা দেশ
পাষন্ড চন্ডালের শিকলের বেড়ি পরিয়েছে বেশ!
মাশাআল্লাহ, কি দুর্দান্ত হয়েছে। প্রতিধ্বনির ঝংকারে কম্পিত হোক সারা জাহান।